কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি -গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত দামে নিত্যপন্য বিক্রির করার অভিযোগে তিন দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত উপজেলার কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে তাদের ওই তিন দোকানীকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর বাজারে অতিরিক্ত দামে নিত্যপন্য বিক্রি করার খবর পেয়ে রবিবার দুপুরে কালিয়াকৈর নদর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত দামে বিক্রি করার হরেকৃষ্ণ সাহা ৫ হাজার টাকা, প্রদীপ সাহা ২ হাজার টাকা , মনতোষ পালকে ৩০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৭,৩৮,৫২ ধারায় জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ওই রায় প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভূমি নাজির আতিকুর ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বলেন, অতিরিক্ত মুল্যে জিনিসপত্র বিক্রির অভিযোগে ভ্রাম্যমান বাজারের তিন দোকানীকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।