কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর কাপাসিয়া উপজেলা ত্রিমোহনী নূর ইত্তেহাদুল উম্মাহ মাদরাসার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলা ত্রিমোহনী নূর ইত্তেহাদুল উম্মাহ মাদরাসায় এই মতবিনিময় সভা হয়।
আনজাব বালিকা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এ কে এম মনির উদ্দিন আজহারী।
প্রধান আলোচ্য হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন আইউবী, উদ্বোধক ছিলেন শামসুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ মুরশিদুর রহমান, বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা মোঃ সেফাউল হক বাংলাদেশ জামাতে ইসলাম কড়িহাতা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন, নূর ইত্তেহাদুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলাম খান, নূর ইত্তেহাদুল উম্মাহ মাদরাসার মোহতামিম মাওলানা মোঃ কাউছার হাবিব,ইউনিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক কাউছার মিয়া রাজীব সহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।