কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক হোটেল থেকে ২১ তরুন তরুনীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলায় চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় চাঁদপুর বডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চন্দ্রা এলাকার আব্দুল মান্নান প্লাজায় চাদপুর বডিং নামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। অতচ ওই আবাসিক হোটেলের পাশেই স্কুল কলেজ ও মসজিদ রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন ফল পায়নি। উপায় না পেয়ে রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবহিত করা হয়। পরে ৯৯৯-এর ফোন পেয়ে থানা পুলিশ ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২১ তরুন তরুনীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ চন্দ্রা এলাকায় আব্দুল মান্নান প্লাজার পাশে একটি সরকারী কলেজ ও স্কুল রয়েছে। অপর পাশে রয়েছে মসজিদ। ওই স্কুল কলেজ মসজিদের পাশে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। আমরা অভিযোগ দিয়েও কোন ফাল পাইনি। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ওই হোটেলে অভিযান চালায়। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বলেন চন্দ্রা এলাকায় চাদপুর বডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ২১ তরুন তরুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।