কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বসতবাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । বুধবার গভীর রাতে উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার দেওয়ান মনজুরুল করিম সোহাগের বাড়ীতে ডাকাত দলের সদস্যরা ওই ডাকাতির ঘটনা ঘটায়। এসময় ডাকাত দলের সদস্যরা বাড়ীর মালিককে হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাড়ী থেকে নগদ ৩২ লাখ টাকা,২৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতকবলিত পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুত এলাকার দেওয়ান মনজুরুল করিম সোহাগের বসত বাড়ীতে বুধবার রাত আড়াইটটার দিকে মুখোশ পরিহিত একদল ডাকাত কাটাতার কেটে বাউন্ডারী দেওয়ালের ভেতর প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা বাড়ীর ২য় তলায় মই দিয়ে উঠে জানালার গ্রীল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় বাড়ীর মালিক বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা বাড়ীর মালিকের মাথায় রিভলবার ঠেকিয়ে হাত-পা বেধে ফেলে এবং মালিকের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীর চাবি নিয়ে নেয়। পরে ডাকাতারা আলমারীর ভেতর থেকে নগদ ৩২ লাখ টাকা এবং ২৫ ভরি স্বার্ণালংকারসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা চলে যাবার পর স্ত্রীর সহায়তায় হাত পায়ের বাধন মুক্ত হয় বাড়ীর মালিক। খবর পেয়ে পুলিশ রাতেই ওই ডাকাত কবলিত বাড়ী পরির্শন করে।
কালিয়াকৈর থানার পরিদর্শক(অপারেশন) মোঃ যোবায়ের বলেন, খবর পেয়ে ডাকাত কবলিত বাড়িটি পরির্শন করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের খুজে বের করে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।