1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ 
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজের তিনদিন পর এক শিশুর লাশ উদ্বার করেছে পুলিশ। শিশুটির নাম ইব্রাহিম খলিলুল্লাহ (৭)। সোমবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিখোজ শিশু ইব্রাহীম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক। স্হানীয় পুলিশ ও পরিবার সুত্রে যানা যায়, গত শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বেরুলে সে আর বাসায় ফিরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং ওইদিন এলাকাজুড়ে মাইকিং করেও নিখোজ শিশুটির সন্ধান না পেয়ে গত রোববার দোয়ারাবাজার থানায় একটি সাধারন ডায়েরী করা হয় যার (ডায়েরি নং ৩৪৩)। সোমবার সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠানে খেলাধুলার সময় ঘরে বল খুঁজতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্হলে এসে দোয়ারাবাজার থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসির সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাহিদুল হক লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে এবং এ ঘটনার সাথে কেউ সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট