1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত -৩ আহত -১

সেলিম হোসাইন সানি গাজীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার বিকেলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন মিয়া নামে আরেক যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, সুত্রাপুর এলাকার মৃত বাসুদেব দাসের ছেলে সুদেব দাস, বড়গোবিন্দপুর এলাকার অটোচালক করিম মিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়,মাওনার জৈনা বাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসা অটোরিক্সাটি মেদি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে ইট বোঝায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো রিক্সা যাত্রী অয়ন রায় মারা যান এবং গুরুতর অবস্থায় বাকি তিনজনকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার অটোচালক করিম মিয়া ও সুদেব রায়কে মৃত ঘোষণা করেন ও রিপন মিয়ার অবস্থা আশঙ্কা জনক থাকায় শেখ ফজাতুন্নেছা হাসপাতালে রেফার করা হয়।  কালিয়াকৈর থানার এস আই মোঃ জাহিদ হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করি এবং জানতে পারি হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা গেছে ও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট