এম এইচ রাজীব নকলা (শেরপুর) প্রতিনিধিঃ নকলা উপজেলার সর্বজন পরিচিত মুখ ৪ নং কুশা’বাদাগৈড় ইউনিয়ন ও ৪ নং গৌড়দ্বার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নকলা বাজার বণিক সমিতির সাবেক নিবা’চিত সভাপতি, ব্যবসায়ী ও প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মো:মজিবর রহমান হীরা (নানা) বাধ’ক্যজনিত নানান জটিলতা নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতাল প্রান্ত স্পেশালাইষ্ট হসপিটালে আজ ৫ দিন যাবত ICU তে ভতি’ আছে।
আপনার বড় ছেলে অলিম্পিক ফ্যাশন লিমিটেডের অপারেশন ডিরেক্টর
এস এম খোরশেদুল আলম সোহেল ও মেঝু ছেলে চৌধুরী ছুবুরুন্নেসা মহিলা কলেজের প্রফেসর এস এম সাখাওয়াত হোসেন তুহিন তার বাবা-মা’র উভয়ের সুস্থতার জন্য সবার কাছেই দোয়া চেয়েছেন।
আল্লাহতালা যেন আমার নানা-নানী’কে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমিন।।