1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ভালুকা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান মনির ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের মানুষ। মনির এক সময় আওয়ামিলীগ সমর্থক ও ছাত্রলীগ নেতা হলেও বর্তমানে বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে। জানা যায়, মনিরুজ্জামান মনির এক সময় কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সহ-সম্পাদক ছিলেন। রাজনৈতিক পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে আসছিলেন। ওই সময় ভালুকা মডেল থানা ও ময়মনসিংহ জেলা কোর্টে তাদের নামে একাধিক অভিযোগ হয়। কিন্তু অজানা কারণে তাদের কোনো বিচার হয়নি। সরকার পতনের পর থেকে রাজনৈতিক পরিচয় পালটে তার বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এখনো বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে এলাকায়। নিশিন্দা গ্রামের মুদি দোকানি মনসুর বলেন, মনির সহ কয়েকজন আমার দোকানের সামনে ময়লা ফেলে রাখে। গ্রামের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ। আমরা এদের বিচার চাই। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, মনিরদের একটা ফ্যামিলির কাছে পুরো গ্রামের মানুষ জিম্মি। এলাকার রাস্তা বন্ধ করে রাখছে। রাস্তায় ময়লা ফেলে রাখে। এদিক দিয়ে চলাচল করা যায় না। ওই গ্রামের কাশেম তরফদার বলেন, মনিররা সরকারি হালটের রাস্তা দখল করে রাখছে। আমাদের বাচ্চারা এদিক দিয়ে গেলে শরীরে ময়লা ফেলে দেয়। বিভিন্ন অশালীন গালিগালাজ করে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি। অভিযুক্ত মনিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ভরাডোবা ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ সাইদুর রহমান জানান, উপজেলা প্রকৌশলী মোঃ মাফুজুর রহমানকে সাথে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট