কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রবিবার সন্ধ্যায় নয়ন সিনেমা হল মাঠে গাউসুল আযম বরিয়াবরি সৈয়দ গোলম মাওলা রেজভী তুলাচাঁন আল চিশতি নিজামী আল বরিয়াবরি আদেশ ক্রমে তাহার ভক্ত ফকির মো জালাল উদ্দিন এর ২৬ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হামিদ মাতাব্বরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাবে সাফায়াত দরবার শরীফের পীর সামছুল আরেফীন রেজভীর একান্ত উওসুরি সৈয়দ আবেদুল আরেফিন রেজভী ও আল বরিয়াবরি সৈয়দ আরাফাত হাসান রেজভী। আব্দুল হালিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পীরে কেবলা সৈয়দ গোলাম মহিউদ্দিন মাওলা বাবা কেবলা কাবা, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি, অধ্যাতিক সুফি সাধক মোহাম্মদ আবদুল খালেক পীর সাহেব, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি ও সাহিত্য ও সাংস্কৃতিক স্বপন সরকার প্রমুখ।