এম এইচ রাজীব নকলা(শেরপুর)প্রতিনিধিঃ একটি মানবিক আবেদন, চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় নকলার মেহেদী হাসান সাজু।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ৬ষ্ঠ তলায় ৩ং ওয়ার্ড ৫৬ নং বেড এ ১৭ দিন যাবৎ ভর্তি আছেন এই মেহেদী হাসান সাজু।
জানা যায়,নকলা পৌরসভার কুর্শা বাদাগৈড় গ্রামের মেধাবী ও অন্তত ভদ্র পরিবারের সন্তান মেহেদী হাসান সাজু শিক্ষিত একজন যুবক। বেকারত্ব দূর করে মাত্র ২ মাস ধরে চাকরি পেয়েছে ব্রাক ব্যাংক এর এনজিও তে। সর্বনিম্ন ৬ মাস অতিবাহিত না হওয়ায় কর্মস্থল থেকেও সুবিধা পাচ্ছে না।
আর্থিক অবস্থা এখন শূন্যের কোঠায়। রয়েছে পরিবার সহ ছোট একটি শিশু সন্তান। তার চিকিৎসা বহন করার জন্য পরিবারে সক্ষম কেও নেই। ইতিমধ্যে নানান পরীক্ষা বাবদ, যাতায়াত বাবদ এবং অন্যান্য খরচ বাবদ অর্ধলক্ষ টাকা ব্যায় হয়ে গেছে।
তার এই মুহুর্তে জরুরি প্রয়োজন প্রায় লক্ষাধিক টাকা।
কোনো হৃদয়বান স্বেচ্ছাসেবক ভাই সেচ্ছায় তার চিকিৎসার পাশে দাঁড়ালে উপকৃত হতো তিনি এবং তার পরিবার।
এই অসহায় ভাইটির পাঁশে দাঁড়ানোর জন্য সহৃদয়বান ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনাদের সহযোগিতায় সুস্থ হোক একটি প্রাণ।
কেও এগিয়ে আসতে চাইলে সরাসরি উনার সাথে কথা বলতে পারেন।
তার ব্যক্তিগত ও বিকাশ নাম্বার নিচে দেওয়া হলো:০১৫২১৫১৩৬২৫
০১৯৪২৩৪৯৮৯৭ (বিকাশ পার্সোনাল)