এম এইচ রাজীব, নকলা(শেরপুর)প্রতিনিধি:- শেরপুরের নকলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৯ জানুয়ারী রোজ (রবিবার) বিকালে (সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাসভবন) উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল,মহিউদ্দিন মুক্তার, উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ চৌধুরী,নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম, ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য শামসুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম , মেহেদী হাসান মিন্টু,সাজ্জাদ হোসেন সেলিম, সদস্য অন্তর,সেচ্ছাসেবক দলের সিনি: যুগ্ম আহবায়ক মুর্তুজ আলী, কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম,পৌর কৃষকদলের সদস্য সচিব নয়ন মিয়া,উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ছায়েদুল ইসলাম মাষ্টার, পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল আলম (আলমগীর), সদস্য মাহিন ইশতিয়াক তানিম,অপু,প্রমুখ। বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন। অন্য দিকে তরুণ সাংবাদিক ও ছাত্রনেতা মেহেদী হাসান রাজীব বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দেন তার ডাকে বাঙালিরা নিজের জীবন বাজি রেখে দেশকে পাকিস্তানি হানাদার ও শত্রুমুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলার রূপকার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।