সুমন মাহমুদ শেখ মোহনগঞ্জ প্রতিনিধি – আজ বুধবার (২২-০১-২৫ খ্রিস্টাব্দ) মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে পাঠাগার বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। তন্মধ্যে গত ১৬ই জানুয়ারি পাঠাগারের হলরুমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ বেলা ১১ঘটিকায় পাঠাগার সংলগ্ন মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চে পাঠাগারের সভাপতি ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ আজকের বিভিন্ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রথমে পাঠাগারের সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সহ সভাপতি শাহজাহান আলম বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ সভাপতি আহমেদুর রহমান খোকন, সেলিম কার্ণায়েন, আহ্বায়ক, মোহনগঞ্জ উপজেলা বি.এন.পি। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠিতা সদস্য মেছবাহ উদ্দীন, আনোয়ারুল ইসলাম, প্রদীপ রায় সেন্টু, রতন দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক আলী মুসা জয়, বর্তমান কার্যনির্বাহী পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শওকত আলম টিপু, সাহিত্য সম্পাদক সাজ্জাদুল হক, মোহনগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব কামরুল ইসলাম রতন, প্রবীণ সাংবাদিক এস.এম সারোয়ার খোকন, জুয়েল আহমেদ প্রমুখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ সুশীল সমাজ ও রাজনৈতিক অঙ্গনের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথিগণ পুরস্কার ও সনদপত্র তুলে দেন। তারপর স্কুল কলেজের শিক্ষার্থী ও সূধিজনদের অংশগ্রহণে মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মুক্তমঞ্চে ফিরে এসে শোভাযাত্রা শেষ করেন। শোভাযাত্রা শেষে আজকের আয়োজনের শেষ পর্ব হিসেবে মুক্তমঞ্চে পাঠাগারের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্যগণ উপস্থিত অতিথিদের নিয়ে আনন্দমুখর পরিবেশে বিশালাকৃতির একটি কেক কাটেন। সবাইকে নিয়ে কেক খাওয়ার পর সভাপতি মহোদয় সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন