কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃক্ষার্থীদের আধুনিক ব্যাংক সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরির লক্ষ্যে কাজ করছে জনতা ব্যাংক। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কাপাসিয়ায় জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দী আহমদ চত্বর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি সকালে উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর প্রি-ক্যাডেট স্কুলে প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দীন আহমদ চত্বর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান। পাবুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শাকিল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারি ব্যবস্থাপক কায়সার উদ্দীন খান, সিনিয়র অফিসার রাজিব দেবনাথ, অফিসার মোঃ শরিফ হোসাইন, সাংবাদিক শরিফ সিকদার, পাবু প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাশিদা বেগম, সহকারি শিক্ষক সালমা আক্তার, আরজেদা বেগম, নাঈমা সুলতানা, রওশন জাহান দিলরুবা প্রমুখ।