কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার সোমবার তরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও তরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রতন কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি এড, মোঃ লুৎফুর রহমান। উদ্বোধক ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা। পুরস্কার বিতরণ করেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ব্রাইড মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক এড, মোঃ তোফাজ্জল হোসেন, পৃষ্ঠপোষক ছিলেন কড়িহাতা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও গাজীপুর জেলা দায়রা জজ আদালতের এপিপি এড, মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আশরাফ আলী,সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তরুণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ও ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদুল আলম ছানাউল্লাহ, প্রধান শিক্ষক মোঃ ফিরোজ মিয়া, সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ফারজানা আফরোজ, জাকিয়া সুলতানা সাথী, মোসাঃ রাবেয়া খাতুন সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।