কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন নয়নের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, তাজউদ্দীন আহমদ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম মঞ্জু, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ মোল্লা, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম, হারুনুর রশিদ, শহীদুল্লাহ আজাদ, মনির হোসেন, আশরাফুন্নাহার, মোঃ ফজলুল হক প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭০টি স্কুল, মাদরাসা এবং কারিগরি বিদ্যালয় অংশগ্রহণ করেন। ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন নয়ন, ফারুক হোসেন, ওসমান গনি, দুলাল মিয়া, নাসির সহ অন্যান্যরা দুই দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করেন। প্রতিযোগিরা মনমুগ্ধ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।