পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক বিশাল বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পূর্ব জেলা ছাত্রশিবির উদ্যোগে বৃহস্পতিবার (০৬/০২/২০২৫ইং) সকাল ১০টায় বানেশ্বর বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রুবেলের নেতৃত বর্নাঢ্য র্যালীটি অনুষ্ঠিত হয়। বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বানেশ্বর ট্রাফিক অতিক্রম করে রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে বানেশ্বর বাজারের গুরুত্বপূর্ণ স্থান পরির্দশন করে তেলপাম্প পৌছায়ে সেখান থেকে ঘুরে আবার বানেশ্বর চৈতালি মার্কেট পর্যন্ত এসে পূণরায় ঘুরে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রুবেল আলী, সেক্রেটারি আব্দুর রব, বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, ছাত্রশিবিরের জেলা পূর্বের অফিস সম্পাদক শামিম, অর্থ সম্পাদক রায়হান, দাওয়া সম্পাদক আ: শাহাদত আলী, প্রকাশ সম্পাদক,আব্দুল মুমিন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ ইসলামী শিবিরের নেতাকর্মীরা।