কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রান্সকম বেভারেজ(পেপসি) কারখানায় হামলা ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় অভিযান চালিয়ে ২৩ জন শ্রমিককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গত রোববার মধ্য রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এলাকাবাসী পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার হতে ওই কারখানার কিছু সংখ্যক শ্রমিক তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। সংবাদ পেয়ে শ্রমিকদের সাথে বিভিন্ন ভাবে কথা বলেও তাদের অবস্থান থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে রবিবার দিবাগত মধ্যরাতে শ্রমিকরা কারখানার কর্মকর্তাদের জিম্মি করে রাখলে এবং কারখানার কিছু সংখ্যক কর্মকর্তাদের তারা মারধর করে।পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কালিয়াকৈর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। আটককৃত ব্যক্তিদের পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।