কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাজার ব্যবসায়ীদের নিয়ে ওই সভা অনুষ্ঠিতসহয়। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জুয়েল সরকারের সভাপতিত্বে এবং ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াদ মাহমুদ, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ মোখলেসুর রহমান মাস্টার, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু নাছির উদ্দিন সরকার, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, কালিয়াকৈর উপজেলা উলামা দলের আহবায়ক মামুনুর রশিদ ফুলবাড়িয়া হাট-বাজার ইজারাদার মোঃ আরিফ হোসাইন,ডাক্তার আব্দুল বাতেন, ডাক্তার নুরুল ইসলাম রোমান, প্রভাষক বজলুর রহমান প্রমুখ।