1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কুখ্যাত ডাকাত নজরুল গ্রেপ্তার

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

জনমনে স্বস্তি সুনামগঞ্জ প্রতিনিধি জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ডাকাত নজরুল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত ওয়ারিশ উল্লার ছেলে। শনিবার (০৮ মার্চ) বেলা ৩ টায় জগন্নাথপুর থানার একদল পুলিশ ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রবিবার (০৯ মার্চ) ডাকাত নজরুলকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। কুখ্যাত ডাকাত নজরুল ইসলাম গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে আসে। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানিয়েছেন নজরুল ইসলাম একজন চিহ্নিত ডাকাত। ২০১৩ সালের একটি ডাকাতি মামলায় গত ৩ বছর পূর্বপ তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করে আদালত। পুলিশ এবং এলাকাবাসী সূত্রে আরও জানা যায় নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।একাধিক বার জেল কেটে জামিনে মুক্ত হয়ে পূনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। ডাকাত নজরুলের অব্যাত অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় এলাকাবাসীকে সব সময় আতঙ্কে থাকতে হয়। এলাকাবাসী সূত্র আরও জানান গ্রেপ্তারের কয়েকদিন পূর্বে নজরুল ইসলাম গ্রামবাসীদের হুশিয়ারী দিয়ে বলে কেউ তার অপরাধ মূলক কাজে বাধা দেয় বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় তাহলে গ্রামবাসীদের একে একে শাস্তি দেবে। এসব হুমকিতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে শনিবার (৮ই মার্চ) গ্রামবাসী অপরাধ প্রবণতা প্রতিরোধে আলোচনার জন্য বৈঠকের আয়োজন করে। বৈঠকে ডাকাত নজরুল ইসলাম কর্তৃক হুমকি প্রদশর্নের ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়। চরম -ধমকি দেয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। ডাকাত নজরুল ইসলাম গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী মধ্যে স্বস্তিবোধ করছেন। এলাকায় ডাকাতি ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে এবং শান্তি ফিরে আসবে। এলাকাবাসী কুখ্যাত ডাকাত নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট