কালিয়াকৈরে( গাজীপুর) প্রতিনিধি – গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় জমি সংক্রান্ত জেরে ৬ জনকে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। আহত হলেন, মনোয়ারা বেগম (৫০), সেলিনা আক্তার (৪০), আমিরজান (৬০), মিনারা বেগম (৩৬), পারভীন আক্তার( ৩০)। এ বিষয়ে কফিল উদ্দিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন, উপজেলার হিজলহাটি এলাকার জিয়ারত হোসেনের ছেলে মিজানুর রহমান (৪৫), আমিনুল ইসলাম, (৪০), নুরুল ইসলাম (৫০),রবিন (৩৮), মিজানুর রহমান ছেলে রিশাদ (২২), রফিকুল ইসলাম (৪০), জলিল উদ্দিন( ৩৬),আলী হোসেন (৫৫), মাসুম (৫০),মাহফুজ (৩৫), শাকিল (৩২),আসলাম(২৪),লালন (৫০)। স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়
দীর্ঘদিন ধরে উপজেলার হিজলহাটি গ্রামের মো : কফিল উদ্দিন এর সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিজানুর রহমানের সাথে বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় গত ৮/৩/২৫ তারিখে মিজানুর রহমান গং বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।এ সময় মিজানুর রহমান মনোয়ারা বেগমের গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করিয়া হত্যার চেষ্টা করে । মনোয়ারা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কফিল উদ্দিন জানান, আটাবহ ইউনিয়নের ২ নং ওর্য়াড বিএনপির সভাপতি মিজানুর রহমান ক্ষমতার ধাপট দেখিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত মিজানুর রহমান জানান,আমি ওদের মারি নাই ওরাই আমাদের মেরেছে। কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।