ভালুকা প্রতিনিধি – “দাবী মোদের একটাই ইসি‘র অধিনে এন.আই.ডি চাই, ১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসি‘র অধিনে নিরাপদ“ এই স্লোগন নিয়ে ময়মনসিংহের ভালুকায় নির্বাচন অফিসের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নিরবাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তাস্তর এর কুট পরিকল্পনার বিরোদ্ধে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করা হয় ।