এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ইসলামী ছাত্র আন্দোলন নান্দাইল উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে মাহদী হাসান মিম্মান ও আশরাফুল ইসলাম শামীম কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছর মেয়াদী আংশিক কমিটি গঠিত হয়৷ কমিটির অন্য যারা জায়গা পেয়েছেন, তারা হলেন- সহ-সভাপতি আব্দুল হান্নান,সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান। শুক্রবার (১৪মার্চ) দুপুর ২ টায় নান্দাইল উপজেলার আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল শাখার সভাপতি মো. মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান মিম্মানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আবু সাঈদ মুহাম্মদ হাবিবুল্লাহ। সম্মেলনে ২০২৪ সেশনের ইসলামী ছাত্র আন্দোলন নান্দাইল উপজেলা শাখার কমিটি বিলুপ্তি করে ২০২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর উক্ত কমিটির মেয়াদ বহাল থাকবে।