কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলা এলাকায় শনিবার সকালে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক সহ তিনজন নিহত হয়েছেন। নিহত হলেন, জামালপুর সদর থানার রামনগর সোনিয়াটেকি এলাকার চানমিয়ার ছেলে সিএনজি চালক ওবায়দুল (৪০),অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,শনিবার সকালে কালিয়াকৈর থেকে ইট ভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল অপরদিকে একটি সিএনজি মাওনা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল পথিমধ্যে নামাশুলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা অটো চালক সহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। অপর একজন কে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক এস আই কামরুল হাসান জানান,লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।