বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি-জামালপুরের দেওয়ানগঞ্জে নিম্নমানের কাজের হোতা ঠিকাদার ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে স্বস্তি ফিরেছে। এর আগে বুধবার দুপুরে জামালপুর এলজিইডি কার্যলয়ের পাশ থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ওই আওয়ামী লীগ নেতার নাম মনজুরুল হক নয়া। তিনি উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পাশাপাশি তিনি টিকাদারী কাজের সঙ্গে জড়িত।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বুধবার) বিকালে জামালপুর এলজিইডি কার্যালয়ের পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরের দিকে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান , নৈরাজ্য সৃষ্টিকারী, অর্থদাতা এবং পরিকল্পনাকারী হিসাবে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তা করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে নামে বেনামে সম্পদ অর্জন করেন মনজুরুল হক নয়া।
পাশাপাশি তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নমানের কাজ করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তিনি দলের নাম ভাঙিয়ে এলজিইডি সহ বিভিন্ন দপ্তরের কাজ বাগিয়ে নিয়ে নিম্নমানের কাজ করে বিপুল বিত্তবৈভবের মালিক হন। দেওয়ানগঞ্জের স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার মনজুরুল হক নয়া বিগত সরকারের আমলে বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের পেছনে অর্থ খরচ করেন। এছাড়াও তিনি নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকান্ডে অর্থ ব্যয় করেন। তাকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরেছে এলাকায়৷ তাই তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।