কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃকাপাসিয়া উপজেলার পেশাজীবি কল্যাণ পরিষদ রাওনাট এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় গত ২১ মার্চ বিকেলে স্থানীয় রয়েল কিন্ডারগার্টেন স্কুলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পেশাজীবি কল্যাণ পরিষদ রাওনাট এর সভাপতি মোঃ হাদিস উল্লাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল রহমান পেরা।বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা আবদুল হামিদ আকন্দ, জসিম উদ্দিন বেপারী, জয়নাল আবেদীন শেখ, যগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।অনুষ্ঠানে ২৫৫ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।