1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

বকশীগঞ্জে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

জিএম ফাতিউল হাফিজ বাবু বকশীগঞ্জ, জামালপুর
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি- জামালপুরের বকশীগঞ্জে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর পথ রোধ করে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে পৌর এলাকার মেষেরচর এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেষেরচর গ্রামের আবু তাহের সাদা মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৫) পৌর শহরের হাইস্কুল মোড়ে ফার্মেসী ব্যবসার পাশাপাশি বিকাশ এর ব্যবসা করেন।  ঘটনার রাতে হিসাব শেষ করে টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন সেলিম মিয়া। তিনি মেষেরচর গ্রামে পৌছতেই কয়েকজন তার পথ রোধ করে এলোপাতারী তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এসময় দুর্বৃত্তরা জোড়পূর্বক তার ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের ধারণা আসন্ন ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে৷ তারা নানা ধরণের অঘটন ঘটাতে তৎপর রয়েছে। তারা পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, একটি ফেসবুক পোষ্টের মাধ্যমে এই ঘটনার খবর জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট