1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

সাটুরিয়ায় ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

মো: আরিফুর রহমান অরি মানিকগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার  ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ (২৩ মার্চ)  রবিবার সকাল ১০টায় সাটুরিয়া উপজেলা চত্বরে ইউএনও ও শিক্ষা অফিসের সামনে তারা মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি দেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ জানান, বিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মানিকগঞ্জ সহকারী জজ আদালতে মামলা হয়েছে। তিনি বলেন, “মামলা চলমান থাকার পরও বিদ্যালয় স্থানান্তরের কার্যক্রম চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক।” উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, “ধলেশ্বরীর পশ্চিম পাড়ে ঐতিহ্যবাহী ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় রয়েছে। নতুন করে ছনকা বিদ্যালয় স্থানান্তর করা হলে পুরনো বিদ্যালয়টির অস্তিত্ব সংকটে পড়বে এবং নদীর পূর্ব পাড়ের চরের ১০-১১টি গ্রামের শিক্ষার্থীরা বিপাকে পড়বে।” তবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাউদ জামান বলেন, “কয়েক বছর আগে বিদ্যালয়ের পক্ষে একটি পক্ষ নদীভাঙনের শঙ্কা নিয়ে চিঠি দেয়। মন্ত্রণালয় ও ডিজি অফিস থেকে বিদ্যালয় স্থানান্তরের নির্দেশ আসে। তবে এখন স্থানীয়দের অধিকাংশই বিদ্যালয় বর্তমান স্থানে রাখতে চান। আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” বিক্ষোভের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা অফিসে থাকায় শিক্ষার্থীরা তার কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন ছুটিতে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি চরেই থাকা উচিত, যাতে এলাকার দরিদ্র শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা গ্রহণ করতে পারে। এখন দেখার বিষয়, প্রশাসন ও আদালত কী সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ধলেশ্বরী নদী দ্বারা বেষ্টিত ছনকা গ্রামে ২০১৫ সালে সর্বস্তরের মানুষের সুবিধার্থে ছনকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এলাকার দরিদ্র শিক্ষার্থীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২২ সালে এমপিওভুক্ত হয়। তবে এমপিওভুক্তির পর থেকেই বিদ্যালয় স্থানান্তরের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট