ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ময়মনসিংহের ত্রিশালের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাব।আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৫.৫৬ মিনিটে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ত্রিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, ক্লাব সদস্য সাংবাদিক মামুনুর রশীদ, রুকুনুজ্জামান সরকার রাহাদ, ত্রিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ইমরান হাসান বুলবুল, আহসান হাবিব প্রমূখ।