কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পালপাড়া এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত হলেন,উপজেলার ভানু কর্মকারের ছেলে কেশব কর্মকার (৪৬) পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব কর্মকার স্বর্ণকারের ব্যবসা করতেন।ব্যবসা করতে গিয়ে তিনি বিভিন্ন ভাবে ঋণে জর্জরিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পরেন।মানুষের পাওনা টাকা দিতে না পেরে ১৮মার্চ নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রের্ফাট করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে কেশব কর্মকার মৃত্যুবরণ করেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।