সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে শাল্লা উপজেলা সদরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসান নাকি শাল্লা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক সিরাজুল ইসলামকে নিয়ে কটাক্ষ করেছিলেন। এরই জেরে বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসানের কর্মী সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন । আহতদের তাৎক্ষণিক শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিএনপির আহবায়ক সিরাজুল ইসলামের পক্ষের আহতরা হলেন,শাল্লা সদর ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের আজমত পীরের ছেলে সবুজ মিয়া,হুসমত মিয়ার ছেলে জসিম মিয়া,ফজর মিয়ার ছেলে শাকিল মিয়া এবং ছাত্রদলের সভাপতি তারেক হাসানের পক্ষের আহতরা হলেন,মকবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ,আব্দুল ওয়াহাব ও আলী আমজদ। এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ও তিনি জানান।