কাপাসিয়া (গাজীপুর) :প্রতিনিধিঃ- গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। উপজেলা সদর প্রদক্ষিণ করে বিশাল বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া কাপাসিয়া ডিগ্রি কলেজের উদ্যোগে ছাত্র শিক্ষক কর্মচারীদের অংশ গ্রহণে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।