কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়া জোড়া এলাকায় বুধবার বিকেলে চারটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়,উপজেলার খাড়া জোড়া এলাকায় বুধবার বিকেল ৫টার দিকে চারটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ইমরানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।পরে আলতাফ, হাফিজুর সাজাহানসহ চারটি গোডাউন আগুন ছড়িয়ে পরে।ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।