পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি ঃ পুঠিয়ায় সাপের কামড়ে মিঠুন (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র মিঠুন উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপাড়া গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে, এবং আব্দুলপুর সরকারি কলেজেল অনার্স তৃতীয় বার্ষে ছাত্র। বুধবার সকাল ১১,৩০ মিনিটের দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপাড়া গ্রামের বিলে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সুত্রে জানাগেছে, সকালে মিঠুন তার ভুট্টা জমিতে পানি দিতে বিলে যায়। পানি দেওয়ার এক পর্যায়ে দেখতে পায় জমির একটি গর্তে পানি যাচ্ছে। এসময় সে গর্তটি বন্ধু করতে পাদিয়ে চেষ্টা করে। এসময় গর্তে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। প্রথম কামড়ে বুঝতে না পারলে দ্বিতীয় কমড়ে জলতে সুরু করলে সে গর্তে মোবাইলে আলো দিয়ে দেখে গর্তে সাপ দেখে সাপটি মারার পর পাশের সড়কে উঠে হাক ডাক শুরু করে। এসময় তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় এলাকাবাসী ও তার আত্মীয় স্বজনের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুন মারা যায়।