কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ও এ ঘটনায় এক শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা চলাকালীন সময়ে সাকিব হোসেন নামের পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় সাকিবকে বহিষ্কার করা হয়েছে এবং এক শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে। অব্যহতি শিক্ষক হলেন বলিয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো সোহেল রানা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান জানান, কোন ধরনের অসদুপায় চলবে না। আমরা সবর্দা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছি। এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাকে পরিক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে এবং হল পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।