এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বজ্রাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মোছা. হাসনা বেগম (২০), তিনি একই গ্রামের নুরুল হকের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে বাড়ির পাশেই বৃষ্টির ভিতরে তার ধান কাটছিলেন। এ সময় তার বাবা বৃষ্টিতে ভিজছেন দেখে মেয়ে হাসনা বেগম একটি প্লাস্টিকের কাগজ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তার বাবাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে। এ সময় হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে তাড়াতাড়ি উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার নিশ্চিত করেন এবং জানান, বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।