ভালুকা প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হিত ২ আহত ৩জন । ভালুকা গফরগাঁও সড়কের গোয়াড়ী নন্দীবাড়ী এলাকায় ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষে লাল মিয়া(৩২) ও রোকেয়া আক্তার(৫০) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় আরও তিনজন।
নিহতরা উপজেলার পূর্ব ভালুকা আজগর আলীর ছেলে লাল মিয়া পেশায় দপ্তরী এবং একই এলাকার সুর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার ।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাল মিয়ার মৃত্যু হয় এবং সিএনজি’র চালক সহ তিনজন আহত হয়, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া আক্তার মারা যায়। অপর তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), জোৎস্না আরা ও সিএনজি চালক রোমান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি সংঘর্ষের ঘটনায় ২ জন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন।