নিজস্ব প্রতিনিধি: আজ ৩রা জানুয়ারি, সরকার নিবন্ধিত অনলাইন তরঙ্গ নিউজের নিজস্ব প্রতিনিধি, দৈনিক ইনফো বাংলা পত্রিকায় ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও দৈনিক ডেল্টা টাইমস পত্রিকায় নান্দাইল উপজেলা প্রতিনিধি এবং এনটিআরসিএ কর্তৃক নিয়োগ কৃত সহকারী শিক্ষক (গনিত) এইচএম সাইফুল্লাহ্’র একমাত্র তয়ন আবরার শায়ানের ১ম জন্মবার্ষিকী। ২০২৪ সালের আজকের এই দিনে আবরার শায়ান মা-বাবার কোল ভরে পৃথিবী আলোকিত করে মহান আল্লাহ তায়া’লার অশেষ রহমানে পৃথিবীতে আগমন করেছে। আবরার শায়ানেকে পেয়ে শায়ানের মা-বাবা, দাদা-দাদি ও নানা-নানু, মামারা সহ সকল আত্মীয় স্বজন খুশিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। তাদের কামনা, আল্লাহ আবরার শায়ানকে একজন ভালো মামুন হিসেবে কবুল করবেন এবং তার গুনে মা-বাবার মুখ আলোকিত করবে। আবরার শায়ানের বাবা শিক্ষক ও সাংবাদিক এইচএম সাইফুল্লাহ বলেন, আবরার শয়ানক আল্লাহর পক্ষ থেকে আমার পরিবারের জন্য শ্রেষ্ঠ উপহার এবং বাবা হিসেবে বড় দায়িত্ব। রবের প্রতি শুকরিয়া আবরার শায়ানকে উপহার হিসেবে কবুল করার জন্য এবং আল্লাহ আমাকে শায়ানের প্রতি দায়িত্বশীল একজন বাবা হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। শায়ানের আম্মু তার পুত্রের সুস্থতা কামনা করে বলেন, আল্লাহ আমার সন্তানকে ভালো মানুষ হিসেবে কবুল করুন। এছাড়াও সবাই শায়ানের সুস্থতার সহিত বড় হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, আবরার শায়ানের নামে তার বাবা এইচএম সাইফুল্লাহ্’র পরিচালনায় ‘এস মিডিয়া’ নামের একটি অনলাইন আইপি টিভি চ্যানেল নিয়মিত নিউজ প্রকাশ করে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। আবরার শায়ানের জন্মদিন তার মা-বাবা দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন।