কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ফুটপাতে অবৈধ ভাবে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেলে পর্যন্ত হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ উপজেলার সফিপুর বাজারে অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে দোকান পাট করে তোলা হয়। এতে জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের সফিপুর বাজার এলাকায় নাওজোর হাইওয়ে পুলিশ গাজীপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এতে মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল মুক্ত হয়। নাওজোড় হাইওয়ে থানার ওসি রইজ উদ্দিন বলেন, মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে পথচারীদের চলাচলের বিঘ্ন ঘটে। শুক্রবার উপজেলার সফিপুর বাজারে অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।