1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ট্রেন কাটা পড়ে দুই বন্ধু নিহত 

সেলিম হোসাইন সানি গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি – গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সারাবো এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে ট্রেন লাইনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার বলিয়াদি এলাকার আলহাজ্ব সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান সিদ্দিকী চঞ্চল (৩৮) ও  কোনাবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে হামিদুর রহমান রিপন (৩৯) । খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ  সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চঞ্চল চৌধুরীর ও রিপন হোসেন দুই বন্ধু কোনাবাড়ি থেকে বরাবহ গ্রামে আসার উদ্দেশ্যে রওনা দেয়।

শনিবার বরাব গ্রামে একটি বিএনপি’র উঠান বৈঠক রয়েছেন। তারা দুই বন্ধু উঠান বৈঠক সফল করার জন্য বরাবর এলাকায় আসার জন্য রওনা দেয়। পথিমধ্যে উত্তরবঙ্গের রেললাইনের উপজেলার বরাব খোলাপাড়া স্থাননামক রেললাইন পারাপার হচ্ছে এমন সময় দ্রুতগামী একটি ট্রেন দুই বন্ধু ওপর দিয়ে চলে যায়।এতে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর পড়ে থাকে। ওই ঘটনায়  মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাদির উজ জামান বলেন নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ হস্তান্তর করা হয়েছে ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট