1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

মোহনগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুমন মাহমুদ
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ প্রতিনিধি – শনিবার  (২৫শে জানুয়ারি) দুপুর ৩ ঘটিকায় মোহনগঞ্জ মহিলা কলেজ রোডে উপজেলার ৫ নং ইউনিয়নের সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাদিছ মিয়া, তিনি তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাদিছ মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, “আমি গত ৩০-১১-২০২৩ তারিখে উক্ত বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। তখন থেকেই নিয়োগ সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতাবশতঃ একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। কিন্তু আমার সততার কারণে ওরা আমার কোন ক্ষতি করতে পারেনি। সেই পরাজিত কুচক্রী মহলটি আমাকে হয়রানি করার উদ্দেশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যা ( AI) এ.আই টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, গত কয়েকদিন যাবত নাম প্রকাশ না করে একজন ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। কোনক্রমেই যখন আমাকে ঘায়েল করতে পারেনি, অবশেষে এক পর্যায়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দেয়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শাপলা আক্তার নামে একটি ফেক আই.ডি থেকে আমার অডিও কল কপি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যা একজন শিক্ষক হিসেবে আমার জন্যে খুবই বিব্রতকর ও মানহানিকর। আমি এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। ”

এ বিষয়ে সমাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা প্রায় তের মাস যাবত একসাথে স্কুলের কাজ করে আসছি। হাদিছ সাহেব খুব ভালোভাবেই দায়ীত্ব পালন করে আসছেন। আমি কখনও উনাকে কোন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত পাইনি। পূর্বে তিনি কোথায় কী করেছেন তা আমার জানা নেই।”

মোহনগঞ্জ পৌরসভার মাইলোড়া গ্রামের বাসিন্দা মো. হাদিছ মিয়া এর আগে জামালগঞ্জের সেলিমগঞ্জ বাজারে অবস্থিত আলাউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলে কর্মরত ছিলেন। তারপর তিনি মোহনগঞ্জ উপজেলার জৈনপুর উচ্চ বিদ্যালয়ে এবং মোহনগঞ্জ সদরে পাবলিক হাইস্কুলে সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সমাজ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট