কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোহিনূর হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ২৯ ফেব্রুয়ারি কোহিনূর হাই স্কুল এন্ড কলেজের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কোহিনূর হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নূরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বদরুজ্জামান বেপারী, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য মোঃ মেজবাহ উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল রহমান সোহাগ বেপারী, বরেন্য অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন,পুরস্কার বিতরণে ছিলেন এবি মার্ট ফ্যাশন ওয়েয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন খান, কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক মোল্লা, কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এ কে এম মজিবুর রহমান, কাপাসিয়া উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাসান মাহমুদ টিপু, তরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন তরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন অ্যাপোলো, সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন,কোহিনূর হাই স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান মোঃ আমিনুল ইসলাম,সিনিয়র শিক্ষক মোঃ দুলাল হোসেন শেখ, মোঃ আইবুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে।