1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা,র “বনভোজন   বাস্তবায়ন কমিটি, র সভা            

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-  সোমবার  (৩ ফেব্রুয়ারি)  বাদ মাগরিব, ময়মনসিংহ অডিটোরিয়াম ৭০/১ এলিফ্যান্ট রোড ঢাকায়, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা, র বনভোজন বাস্তবায়ন কমিটির সভা সমিতি র সিনিয়র সহ সভাপতি ও কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলে র সভাপতপতিত্বে ও কমিটির সদস্য সচিব, সমিতি র সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট শিল্পপতি মোঃ মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় সর্ব সম্মতিক্রমে ১৬(ষোল)টি উপ কমিটি গঠন করা হয়।এবং বনভোজনে র বাজেট এবং উপ কমিটি গুলো র কার্যক্রম ভাগ করে দায়িত্ব অর্পন করা হয়।আগামী ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ইং অনুষ্ঠিতব্য বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর বার্ষিক বনভোজন সফল করার লক্ষে দিক নির্দেশনা মুলক ও উপ কমিটি গুলো র কার্যক্রম উল্লেখ করে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সর্জনাব সহ সভাপতি শিল্পপতি এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন,সহ সভা পতি আতিকুজ্জামান খান, সহ সভাপতি ইয়াকুব খান দুলাল, সহ সভাপতি মোঃ ফয়েজ আলম,সহ সভা পতি মাহমুদ আলম শাহীন,যুগ্ম মহা সচিব ইন্জিঃ ঈশরাফ হোসেন,যুগ্ম মহাসচিব নাজমুর রহমান তালুকদার সেলিম,)যুগ্ম মহা সচিব হাবিবু রহমান তালুকদার,যুগ্ম মহা সচিব যোবায়ের ইবনে সালেহ,সাংগঠনিক সচিব আলমগীর আকন্দ মিন্টু,  সাংগঠনিক সচিব শফিকুর রহমান আকন্দ,সাংগঠনিক সচিব শামছুজ্জামান মেহেদী,সাংগঠনিক সচিব সবুজ, সাংগঠনিক সচিব হিটু,সাংগঠনিক সচিব তারা,অর্থ সচিব এড. খলিলুর রহমান, শিক্ষা সচিব মোঃ হেলাল উদ্দীন, দপ্তর সচিব মোঃ হেলালউদ্দীন ( তাল তলা),  ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর মহা সচিব  ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর অন্যতম নির্বাহী সদস্য,সুপাঃইন্জিঃ আব্দুর রাজ্জাক,বিনোদন সচিব এরশাদুল আজিম,গৃহায়ন সচিব ইন্জিঃ রাশেদ, প্রচার সচিব মোঃ আসাদ উল্লাহ, কবির খান,নেছার, মুনতাসির,নাজিন, দাইয়ান, রায়হান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট