এম এইচ রাজীব, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ- শেরপুরের নকলায় নকলা ইউনিয়নের ছত্রকোনা গ্রামে নকলা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল হাসান রাসেল এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা কৃষক দল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে নকলা উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব নজিবুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, নকলা উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লুটাস ২ নং নকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ছায়েদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, এজত আলী মেম্বার, হাসান আলী সরকার, নওফেল কৃষকদের বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে কৃষকদের কাছ থেকে তাদের সমস্যার কথা জানতে চাইলে তারা বলেন তারা ফসলের ন্যায্য মূল্য পায়না, ওজনে পরিমাণে বেশি নেয় ব্যাপারি গণ, ডিলাররা সার মজুদ করে রাখেন এবং প্রয়োজনের সময় বেশি দামে বিক্রি করেন সারের দাম আগের তুলনায় অনেক বেশি এবং খাল বিল নদী-নালাতে পর্যাপ্ত পানি না থাকাই ও সঠিক সময় বিদুৎ না পাওয়ায় সেচ ব্যবস্থাপনার বিঘ্ন ঘটে ফলে ফসলের ক্ষতি হয় ইত্যাদি বিষয় তুলে ধরেন।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মীরা গণ্যমান্য উপস্হিত ছিলেন।