1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শিক্ষার্থীদের  বিক্ষোভ 

সেলিম হোসাইন সানি গাজীপুর
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ করে ওই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পুলিশ ও শিক্ষার্থীরা জানান, গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হকের বাসভবনে শুক্রবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা এবং শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এসময় আইন শৃঙ্খলা  বাহিনীর সদস্যদের মিছিল অবস্থান কর্মসুচির সময়  দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পতীত সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান  দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা মহাসড়কের অবস্থান নিয়ে নানা ধরনের বক্তব্য দিতে থাকে।  শিক্ষার্থীরা জানায়, যে পর্যন্ত পতীত সরকার ও স্বৈরাচার  আওয়ামী লীগ কে নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণকারীদের গ্রেফতার করা না হলে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, গাজীপুরে আন্দোলন কারীদের হামলা ও গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট