সুমন মাহমুদ শেখ জেলা প্রতিনিধি, নেত্রকোনা নেত্রকোনার মোহনগঞ্জ থানার পক্ষ থেকে মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ সদস্যকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাম মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম তার নিজ কার্যালয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ওই তিন সদস্যকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন, মোহনগঞ্জ পৌর শহরের দেওথান এলাকার রিক্সাচালক গোবিন্দ চন্দ্র তালুকদারের ছেলে প্রীতম চন্দ্র তালুকদার, শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার আল-মবিন রোডের বাসিন্দা তপন চন্দ্র সরকারের ছেলে জয় চন্দ্র সরকার ও উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. খোকন মিয়ার ছেলে জয় মিয়া।
নিয়োগপ্রাপ্ত ওই ৩ পুলিশ সদস্য আগামি ১৪ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের জন্য মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্যে নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করবেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের চাকুরীতে নতুন যোগদানের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রীতম তালুকদার বলেন, আমি একজন রিকশা চালকের ছেলে হিসেবে কোনো টাকা পয়সা ছাড়াই মেধার ভিত্তিতে পুলিশের চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হতে পেরে নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করছি। তবে এ জন্য সবচেয়ে বড় অবদান হলো আমার মা-বাবার। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রশিক্ষণ শেষে দেশের একজন গর্বিত পুলিশ সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে মা-বাবার পাশাপাশি দেশের সেবায় নিয়োজিত থাকতে পারি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্যারের সততা ও একান্ত প্রচেষ্টায় এবার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের মোহনগঞ্জ থেকে কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ পুলিশ সদস্যকে আমরা আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। দোয়া করি, তারা যেন নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করে দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে।