পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধিঃ- রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে মাছের পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্ব আহত হন মোটরসাইকেল আরোহী শাহাদত হোসেন শাধু(২৫) নামের এই ব্যক্তি৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে অবশেষে মারা গেলেন । মঙ্গলবার (১১ফেব্রয়ারী) রাত ১টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ফেব্রয়ারী) দুপুর ২ টারপরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া পারিবারিক গোরাস্থানে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক দুলাল এতথ্য নিশ্চিত করেছেন। নিহত শাহাদত হোসেন সাধু বানেশ্বর খুটিপাড়া এলাকার নরুল হোসেনের ছেলে।
উল্লেখ্য, বৃহস্প্রতিবার (৬ফেব্রয়ারী) দুপুর সাড়ে ৩টার দিকে শাহাদত হোসেন সাধু ও পাপ্পু নামের দুইজন ইয়ামা কোম্পানীর ফ্রেজার ১৫০সিসি(বান্দরবন ল ১১-০৫৮৯) মোটরসাইকেল নিয়ে বানেশ্বর ট্রাফিক মোড়ের দিকে থেকে পুঠিয়ার দিকে যাওয়ার পথে বানেশ্বর তৈল পাম্পের কাছে পৌছালে অপরাদিক থেকে মাছবাহী একটি মিনি পিআপ(রাজ মেট্রো ন ১১-০৪৫৯) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই জন সড়কের উপড় পরে গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে পবা(শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে থানায় নেন। এরপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে অবশেষে মারা গেছেন।