1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আকরাম হোসাইন হিরন গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃ- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা: তামান্না তাসনীম। অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান প্রতিষ্ঠানের স্কাউট দল।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট খন্দকার রাহাত রহমান টুকুর সভাপতিত্বে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আইয়ুবুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মো:নুরুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আব্দুল আরিফ সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ মো: জহিরুল হক,রানীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক আলী মনসুর কিরন, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মো: নুরুজ্জামান ভূইয়া, আব্দুল কাইয়ুম, পরিমল চন্দ্র বর্দ্ধন প্রমূখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। “সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা”– এরিস্টটলের এই বাণীকে সামনে রেখে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সার্বিক ধারাভাষ্য ও পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক মোঃ শামসুল হুদা লিটন, বাংলা বিভাগের প্রভাষক তাহমিনা আহমেদ ও সহকারী শিক্ষক সামিয়া সুলতানা শেলী। বিভিন্ন গ্রুপের খেলা পরিচালনা করেন সংশ্লিষ্ট গ্রুপের শিক্ষকগণ। শিক্ষার্থীদের আকর্ষনীয় ক্রীড়া নৈপুণ্য, মার্চপাস্ট, পিটি, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাঁজ অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। ১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভাওয়াল পরগনার ১০৫ বছরের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ‘তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শিক্ষার্থীদের আকর্ষণীয় কুচকাওয়াজ ও মাঠ প্রদক্ষিণ, অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও প্রদক্ষিণ। একঝাক সাদা পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্ণিংবডির নবনির্বাচিত সভাপতি অ্যাডভেকেট খন্দকার রাহাত রহমান টুকু। দিনব্যাপী শতাধিক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট