1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

কাপাসিয়া যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

আকরাম হোসাইন হিরন গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া থানা প্রশাসন, অফিসার্স ক্লাব, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, আনসার ভিডিপি দল, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কাপাসিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৯টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা কমপ্লেক্স কিন্ডারগার্টেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তামান্না তাসনীম সহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম ফাতেমা।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, সম্মাননা ও উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন নান্নু, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মুক্তিযোদ্ধা লাল মিয়া, আবুল হাশেম, মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লা। এছাড়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট