কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়া উপজেলায় শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভিশন এইড ফাউন্ডেশনের আয়োজনে মাদ্রাসা এতিম শিক্ষার্থী ও অসহায়দের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। বারাব নূর- ই- মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে ২৬ মার্চ দুপুরে এতিম অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পাঞ্জাবি শাড়ি বিতরণ করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দ শামিল করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনাব আব্দুল সাত্তার শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাপড় বিতরণ করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডি.জি.এম ও শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন মানবতার ঘর টোক এর প্রতিষ্ঠাতা শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন, কবি আফিয়া রুবি, শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পাঠান, ভিশন এইড ফাউন্ডেশন কো-অর্ডিনেটর মোঃ হাসানুজ্জামান,বীরউজলী মডেল একাডেমি পরিচালক মোঃ আশরাফুল আলম আসাদ, মমতাজ উদ্দিন বিএসসি,সাংবাদিক মনজুরুল হক গাজী ও আকরাম হোসাইন হিরন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন ঈদ মানে শুধু নিজের জন্য নয়, সমাজের সকল মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়া। এই ধরনের উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরো বলেন ঈদে নতুন কাপড় পেয়ে অসহায় মানুষদের যে আনন্দ, তা আমাদেরকে উৎসাহিত করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিতে। তিনি সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সমাজের বিত্তবানদের এই মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি । ৫ শত জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী এবং যুবকসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন।